অপরিশোধিত জ্বালানি তেল বিক্রির প্রস্তাব দিয়েছে রাশিয়া

২৩ মে ২০২২

বাংলাদেশের কাছে রাশিয়া অপরিশোধিত জ্বালানি তেল বিক্রির প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বলেছেন, কীভাবে তেল কেনা যায়, সেটা পর্যালোচনা করছে সরকার। সোমবার (২৩ মে) বিদ্যুৎ খাতে সাইবার নিরাপত্তা-নীতি এবং অপারেশনাল দৃষ্টিকোণ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য দেন। রাজধানী ঢাকায় বিদ্যুৎ ভবনে কর্মশালা হয়।

ইউক্রেন যুদ্ধের পর রাশিয়া থেকে জ্বালানি তেলে আমদানি করছে চীন এবং ভারত।  চীন আমদানি রেকর্ড পরিমাণ বলে বিশ্ব গণমাধ্যমে জানানো হয়েছে।  এদিকে যুক্তরাষ্ট্রের অবরোধের কারণে রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানি করতে পারছে না ইউরোপীয় দেশগুলো। ফলে অন্য দেশ থেকে বিকল্প উপায়ে জ্বালানি তেল আমদানি করায় জ্বালানি তেলের বাজার অস্থির হয়ে উঠেছে।

এমকে


মন্তব্য
জেলার খবর