একদিনে দুই গৃহবধূর আত্মহত্যা

১৩ মার্চ ২০২২

চাটমোহর (পাবনা) প্রতিনিধি:
পাবনার চাটমোহরে একই দিন চন্দনা সরকার (৩০) ও রোকেয়া খাতুন (৩২) নামের দুই গৃহবধূ আত্মহত্যা করেছে। এদের একজন ফাঁস দেয়, অন্যজন বিষপান করে। প্রথমজন শাশুড়ির ওপর অভিমান করে  আর দ্বিতীয়জন সতীনের সঙ্গে ঝগড়া করে এ ঘটনা ঘটায় বলে জানায় পুলিশ। শনিবার  কাজীপাড়া মহল্লায় ও ছোট দুবলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

 চন্দনা সরকার কাজীপাড়া মহল্লার সাধন সরকারের স্ত্রী আর রোকেয়া খাতুন ছোট দুবলাপাড়া গ্রামের সাদ্দাম হোসেনের প্রথম স্ত্রী। চন্দনা নিজ ঘরের ডাবের সঙ্গে গলায় ফাঁস দেয়। বাড়ির লোকজন তাকে মূমুর্ষু অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  ওদিকে রোকেয়া খাতুন ঘরে থাকা কীটনাশক খেয়ে অসুস্থ হয়ে পড়েন। মূমুর্ষু অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় পথে মারা যায়। চাটমোহর থানার ওসি মুহাম্মদ আনোয়ার হোসেন সাংবাদিকদের জানান, দুজনের লাশ ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠানো হয়েছে। থানায় পৃথক ইউডি মামলা হয়েছে।

এমকে


মন্তব্য
জেলার খবর