শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেটের মেডিক্যাল সেন্টারের জন্য সিনিয়র মেডিক্যাল অফিসার পদে লোক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে আবেদন করতে বলা হয়েছে। আবেদন করা যাবে ১৩ জুন, ২০২২ পর্যন্ত
আবেদন করতে যা লাগবে:
এমবিবিএস ডিগ্রিসহ ক্লিনিক্যাল বিষয়ে সংশ্লিষ্ট এফসিপিএস, এমএস, এমডি বা সমমানের ডিগ্রি থাকতে হবে। অথবা এমবিবিএস ডিগ্রিসহ কোনো বিশ্ববিদ্যালয়, সরকারি, আধা–সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মকর্তা পদে তিন বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল : ২৯,০০০-৬৩,৪১০ টাকা
বয়স: সর্বোচ্চ ৪২ বছর।
আবেদন ফি: রেজিস্ট্রারের অনুকূলে সিলেট শহরের যেকোনো তফসিলি ব্যাংকের শাখার ওপর এই পদের জন্য ৫০০ টাকার এমআইসিআর ব্যাংক ড্রাফট অথবা সমমূল্যের পে-অর্ডার (পোস্টাল অর্ডার গ্রহণযোগ্য নয়) করতে হবে।
যেভাবে আবেদন করতে হবে:
পাসপোর্ট সাইজের চার কপি সত্যায়িত ছবি, সব সনদপত্র বা প্রশংসাপত্রের সত্যায়িত কপি আবেদনের সঙ্গে সংযুক্ত করতে হবে। আট সেট আবেদনপত্র রেজিস্ট্রার অফিসে পৌঁছাতে হবে। আবেদন ফরম অফিস চলাকালীন রেজিস্ট্রার দপ্তর থেকে সরাসরি অথবা ১০ টাকা মূল্যের অব্যবহৃত ডাকটিকিটসহ নিজ ঠিকানাসংবলিত খাম পাঠিয়ে সংগ্রহ করা যাবে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকেও আবেদন ফরম ডাউনলোড করা যাবে।