বিশ্বে প্রথমবারের মতো জোরপূর্বক বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ১০ কোটি ছাড়িয়েছে। ইউক্রেন যুদ্ধের কারণে অনেক মানুষ শরণার্থী হওয়ার পর এ সংখ্যা আরো বেড়েছে।
সোমবার এক বিবৃতিতে জাতিসংঘ এ তথ্য জানিয়েছে। জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর জানায়, যুদ্ধ, সহিংসতা, মানবাধিকার লঙ্ঘন ও নিপীড়নের কারণে অনেক মানুষ পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এ কারণেই প্রথমবারের মতো জোরপূর্বক বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ১০ কোটি স্পর্শ করেছে।
বিবৃতিতে বাস্তুচ্যুত মানুষের সংখ্যাকে ‘আশঙ্কাজনক’ উল্লেখ করে ইউএনএইচসিআর বলেছে, এ বিশাল বাস্তুচ্যুত যুদ্ধ থামাতে বিশ্বকে অবশ্যই তাগাদা দেবে। যুদ্ধের ফলে রেকর্ডসংখ্যক মানুষ নিজের ঘড়বাড়ি ছাড়তে বাধ্য হয়েছে। ধারণা করা হয়, রাশিয়ার আক্রমণে ইউক্রেন ছেড়েছে ৬০ লাখের বেশি মানুষ।
জোরপূর্বক বাস্তুচ্যুত মানুষের এ সংখ্যাকে ‘ওয়েক–আপ–কল’ উল্লেখ করেন জাতিসংঘ শরণার্থী সংস্থার হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি।