মাঙ্কিপক্স নিয়ন্ত্রণযোগ্য: ডব্লিউএইচও

২৪ মে ২০২২

আফ্রিকার বাইরে ১৬টি দেশে সংক্রমিত হয়েছে মাঙ্কিপক্স। এসব দেশের রোগীর সংখ্যা এক শর বেশি। তবে আফ্রিকার বাইরে যেসব দেশে এখনো মাঙ্কিপক্স সংক্রমিত হয়নি সেই সব দেশের পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণ করা সম্ভব বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

 

আফ্রিকায় ভাইরাসের সংক্রমণ ছাড়ায় প্রায়শই। তবে ইউরোপ ও উত্তর আমেরিকার দেশগুলোয় এত দিন রোগটির প্রাদুর্ভাব দেখা যায়নি। এ প্রসঙ্গে ডব্লিউএইচওর বিশেষজ্ঞ সোমর সংবাদ সম্মেলনে মারিয়া ভ্যান কারখভ বলেন, বর্তমান যে পরিস্থিতি তা নিয়ন্ত্রণ করা সম্ভব।

 

তিনি বলেন, ‘মানুষ থেকে মানুষে যাতে এ ভাইরাস না ছড়ায়, এটা আমরা চাই। যেসব দেশে এ ভাইরাস এখনো ছড়ায়নি, সেসব দেশে আমরা এমন পদক্ষেপ নিতে পারি।’

 

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতো অন্য বিশেষজ্ঞরাও এ ভাইরাস নিয়ে ইতিবাচক কথা বলছেন। অনেক বিশেষজ্ঞও বলছেন, অনেক মানুষ এ ভাইরাসে সংক্রমিত হবেন, এ আশঙ্কা কম।


মন্তব্য
জেলার খবর