তিন মাসেরও বেশি সময় ধরে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। দেশটি ইতোমধ্যে ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। দেশ থেকে নিরাপদ আশ্রয়ের খোঁজে পালিয়েছে সেখানকার বাসিন্দারা। ফলে অনেক শহর শহর এখন ভুতের শহরে পরিণত হয়েছে। তেমনই একটি শহর মারিউপোল। শহরটিকে ভুতের শহর বলে মন্তব্য করেছেন খোদ শহরটির মেয়রের এক উপদেষ্টা। সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে পেত্র আন্দ্রিউসেচেঙ্কো এমন মন্তব্য করেন।
পেত্র বলেন, সরকারি কর্মকর্তাদের অনুমান, তিন মাসের যুদ্ধে শহরের কমপক্ষে ২২ হাজার বাসিন্দা নিহত হয়েছেন।
সিএনএন জানিয়েছে, তারা এ দাবি স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি। মারিউপোলে স্বাধীন গণমাধ্যমের প্রবেশ এখন অসম্ভব। সেখানে যারা আছেন, তারা প্রকাশ্যে কথা বলতে ভয় পাচ্ছেন।
মারিউপোল মেয়রের এ উপদেষ্টা বলেন, ২২ হাজার মানুষ নিহত হয়েছেন এটা মোটামুটি প্রতিষ্ঠিত। মারিউপোলের বাইরে অবস্থান করা মেয়রের এ সহযোগী আরো বলেন, তিনি অনেকের সঙ্গে কথা বলেছেন। প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে।
আন্দ্রিউসেচেঙ্কো বলেন, মারিউপোলে নিহতদের সমাহিত করা কঠিন হয়ে পড়েছে। রুশ সেনারা নিয়ম করে দিয়েছে- লাশ মর্গে নিয়ে আসতে হবে। মৃতদেহ দাবি করা ব্যক্তিদের ‘ইউক্রেনীয় সেনারা হত্যা করছে’ এমন স্বীকারোক্তিমূলক ভিডিও ধারণ করে রাখছে তারা।