মন্তব্য
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত কেউ মারা না গেলেও ৩০ করোনা রোগী শনাক্ত হয়েছে। আর মোট আক্রান্তের মধ্যে সুস্থ হয়েছেন ২১৫ জন। বুধবার (২৫ মে) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি জানানো হয়েছে, এ সময়ে ৪ হাজার ৬৬০টি নমুনা সংগ্রহ করা হয়েছে। বিপরীতে পরীক্ষা করা হয়েছে ৪ হাজার ৬১৬টি। শূন্য দশমিক ৬৫ শতাংশ নমুনায় করোনার জীবাণু ছিল।
এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে মোট ১৯ লাখ ৫৩ হাজার ৩২৮ জন। এর মধ্যে করোনামুক্ত হয়েছেন ১৯ লাখ ১ হাজার ৬০০ জন। মৃত্যু হয়েছে ২৯ হাজার ১৩০ জনের। নমুনা পরীক্ষার সংখ্যা ১ কোটি ৪০ লাখ ৯৬ হাজার ২৭৬টি। গড়ে শনাক্তের হার ১৩ দশমিক ৮৬।
এমকে