চলতি অর্থবছরে খরচ করতে না পারায় বাজেট বরাদ্দের ৮০ কোটি টাকা ফেরত যাচ্ছে জাতীয় সংসদ সচিবালয় থেকে। করোনার কারণে অধিবেশনের কার্যদিবস কম এবং বিদেশ সফর ও প্রশিক্ষণ না হওয়ায় এ অর্থ খরচ হয়নি। বিষয়টিকে বাজেট বাস্তবায়নে ব্যর্থতা হিসেবে দেখছেন না জাতীয় সংসদ সচিবালয় চেয়ারম্যান ও সংসদের স্পীকার ড.শিরীন শারমিন চৌধুরি। সাংবাদিকদের জানিয়েছেন, অপচয় করা হয়নি।
এদিকে আগামী অর্থবছরে (২০২২-২৩) জন্য সংসদ সচিবালয়ের খরচ খাতে বাজেট ধরা হয়েছে ৩৪১ কোটি ৮৯ লাখ টাকা। বুধবার (২৫ মে) সংসদ সচিবালয় কমিশনের সভায় এ বাজেট অনুমোদন দেওয়া হয়। সংসদ ভবনে সংসদ সচিবালয় কমিশনের চেয়ারম্যান ও স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এ বৈঠক হয়। অংশ নেন কমিটির সদস্য প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা, অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল, আইনমন্ত্রী মন্ত্রী আনিসুল হক, সংসদ বিরোধীদলীয় নেতার পক্ষে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।
বৈঠকের বিষয়ে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সাংবাদিকদের বলেন, চলতি অর্থবছরে যে বাজেট ছিল, তার থেকে খরচ কম করা হয়েছে। আজকের বৈঠকে চলতি অর্থবছরের (২০২১-২২) জন্য ৩১৬ কোটি টাকার সংশোধিত বাজেট অনুমোদন দেওয়া হয়েছে। মে মাস পর্যন্ত ১৮৯ কোটি টাকা খরচ হয়েছে। কর্মকর্তাদের দেওয়া হিসাবে অর্থবছর শেষে আমরা ৮০ কোটি টাকার মতো ফেরত দিতে পারবো।
এমকে