সিন্ডিকেট ভেঙে দেওয়ার দাবি জোট নেতাদের

১৩ মার্চ ২০২২

তেল, চাল, ডালের পাশাপাশি মাছ-মাংসসহ কাঁচাবাজার সিন্ডিকেটের দখল রয়েছে জানিয়ে দ্রব্যমূল্য বৃদ্ধি রোধে সেই সিন্ডিকেট ভেঙে দেওয়ার দাবি জানিয়েছেন গণতান্ত্রিক বাম ঐক্য জোটের শীর্ষ নেতারা । রোববার (১৩ মার্চ) রাজধানী ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে  এক সমাবেশে এ দাবি জানান তারা। সর্বজনীন রেশনিং ব্যবস্থা চালু করা ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে এ সমাবেশ হয়।

জোটের নেতারা বলেন, সিন্ডিকেট তৈরি করে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি করে কোটি কোটি টাকা  হাতিয়ে নেওয়া হচ্ছে। এ সিন্ডিকেটের কারণে দেশের মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত ও দরিদ্র মানুষ আজ তাদের খাবার তালিকা থেকে মাছ-মাংস বাদ দিয়েছে। দরিদ্র ও হতদরিদ্র মানুষ তাদের সন্তানদের স্কুলে পাঠানো বন্ধ করে দিয়েছে। সমাবেশে গণতান্ত্রিক বাম ঐক্যের পক্ষ থেকে ২৮ মার্চে ডাকা অর্ধবেলা হরতাল পালনের আহবান জানানো হয়।

এমকে

 

 


মন্তব্য
জেলার খবর