পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বৃহস্পতিবার (২৬ মে) সকালে বাবলু (৪৫) নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার চাচাতো ভাই জমিরকে (৩৫) জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। তিনি ফজরের আযানে আগে বাবলুকে ডেকে নিয়েছিলেন বলে দাবি বাবলুর পরিবারের। ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। বাবলু ওই গ্রামের মৃত আরফান আলীর ছেলে।
বাবলুর পরিবারের সদস্যরা জানায়, জমির আলী বাড়িতে এসে জরুরি কথা আছে বলে বাবলুকে ঘরের বাইরে নিয়ে যায়। অনেক পরেও ফিরে না আসায় সকালে খুঁজতে থাকেন তারা। পরে চা-বাগানের ধারে একটি কাঠাল গাছে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে ৯৯৯ নম্বরে ফোন দেন তারা।
তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ আবু সায়েম মিয়া বলেন, লাশ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সন্দেহজনক হওয়ায় জমির আলীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। তার পরিবার থেকে মামলার প্রক্রিয়া চলছে।
মো. সম্রাট হোসাইন/এমকে