মন্তব্য
নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন পেতে ২৯ আগষ্টের মধ্যে নির্বাচন কমিশনের (ইসি) কাছে আবেদন করতে হবে রাজনৈতিক দলকে। নতুন নিবন্ধন দিতে বৃহস্পতিবার (২৬ মে) এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করেছে ইসি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নিবন্ধীকরণে আগ্রহীদেরকে দলীয় লেটারহেড প্যাডে দরখাস্ত করতে হবে। আবেদনপত্রে যেসব কাগজপত্র জমা দিতে হবে, সেটাও গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। তাছাড়া নিবন্ধন ফি বাবদ অফেরত যোগ্য নির্ধারিত টাকা জমা দিতে হবে। আবেদনে সব কিছু ঠিকঠাক থাকলে ওই দলের অনুকূলে ইসি একটি নিবন্ধন সার্টিফিকেট প্রদান করবে এবং নিবন্ধিত রাজনৈতিক দলের নাম সরকারি গেজেটে প্রকাশ হবে। এর আগে দল নিবন্ধনের জন্য ২০১৭ সালের ৩০ অক্টোবর গণবিজ্ঞপ্তি জারি করেছিল ইসি।
এমকে