এবার কমলো সোনার দাম

২৬ মে ২০২২

পরপর কয়েক দফা বাড়ানোর পর এবার সোনার দাম কমানো হয়েছে দেশের বাজারে। শুক্রবার (২৭ মে) থেকে নতুন দাম অনুযায়ী সোনা কেনাবেচা হবে। এ দর অনুযায়ী ভরি প্রতি ভালো মানের সোনার (২২ ক্যারেট) দাম কমানো হয়েছে ২ হাজার ৯১৬ টাকা। বৃহস্পতিবার (২৬ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সোনা ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

নতুন দরে ভরি প্রতি ২২ ক্যারেট ৭৯ হাজার ৫৪৮ টাকা, ২১ ক্যারেট ৭৫ হাজার ৯৩২ টাকা, ১৮ ক্যারেট ৬৫ হাজার ৮৫ টাকা এবং সনাতন পদ্ধতির ক্ষেত্রে ৫৪ হাজার ২৩৭ টাকায় কেনাবেচনা হবে সোনা। তবে রূপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। দাম কমানোর পেছনে আন্তর্জাতিক বাজারে ও স্থানীয় বুলিয়ন মার্কেটে সোনার দাম কমার কথা বলছে বাজুস।

এমকে


মন্তব্য
জেলার খবর