সরকার চায় বাড়ানো দামের প্রভাবটা যেন কম পড়ে: অর্থমন্ত্রী

২৬ মে ২০২২

দেশে গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ালে সেটি আত্মঘাতী হবে উল্লেখ করে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, দাম বাড়ালে তো অবশ্যই কোনও না কোনোভাবে কারও না কারও ওপরে তার প্রভাব পড়ে। আমরা চাই, প্রভাবটা যেন কম পড়ে। সেই ব্যবস্থা করবো। বৃহস্পতিবার (২৬ মে) সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন অর্থমন্ত্রী।

এ সময় আগামী অর্থবছরের বাজেট সংক্রান্ত প্রশ্নের জবাব দেন অর্থমন্ত্রী। বলেন, সবশ্রেণির মানুষকে বিবেচনায় নেওয়া হয়েছে বাজেটে। দ্রব্যমূল্যের আপস অ্যান্ড ডাউন সারা বিশ্বেই হচ্ছে। তবে সরকার চাচ্ছে স্ট্যাবিলাইজেশন। বিভিন্ন পলিসির মাধ্যমে এটা একটি জায়গায় নিয়ে আসতে চায়। মার্কেট ইকোনমিতে যেমন সুবিধা পাওয়া যায়, তেমনই কোনও সমস্যা হলে সারা বিশ্বে তার প্রভাব ছড়িয়ে পড়ে। আমরা চেষ্টা করছি- মানুষ যতটা কম ক্ষতিগ্রস্ত হয়।

এমকে


মন্তব্য
জেলার খবর