দীর্ঘ সময় ধরে রান পাচ্ছেন টেস্ট ক্যাপ্টেন মুমিনুল হক। শেষ ১৫ ইনিংসে ৫০ এর উপরে রান করেছেন মাত্র একবার। চলতি টেস্টেও নেই রানের দেখা। দলের নেতা হিসেবে এমন পারফরমেন্সের কারণে সমালোচিত হতে হচ্ছে। কিন্তু ভাগ্যটা যেন পক্ষে নেই। এবার প্রশ্ন উঠছে মুমিনুলের টেস্ট অধিনায়কত্ব নিয়ে। তবে সাকিব আল হাসান মুমিনুলের ওপরেই আস্থা রাখতে চান। তার মতে, মুমিনুলের চেয়ে যোগ্য অধিনায়ক এ মুহূর্তে বাংলাদেশ দলে নেই। বৃহস্পতিবার ঢাকা টেস্টের চতুর্থ দিন সংবাদ সম্মেলনে মুমিনুলের নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠলে এমনটাই জানান সাকিব।
সাকিব বলেন, 'একজন অধিনায়কের জন্য অবশ্যই এই পরিস্থিতি একটু কঠিন। তবে এই সময়টায় সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমরা কীভাবে তাকে সাপোর্ট করি। আমাদের টেস্ট ক্রিকেটের যে অবস্থা, মুমিনুলের চেয়ে ভালো কোনো অপশন আসলে আমাদের কাছে নাই। তো, ওকে আমাদের সাপোর্ট করতে হবে। শুধুমাত্র একটা ইনিংস ওর সবকিছু আবার বদলে দিতে পারে।'