বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের চিতলমারীতে শৈলেন্দ্রনাথ মন্ডল (৭০) নামের এক মৎস্য ঘের মালিককে জবাই করে হত্যা করা হয়েছে। রোববার (১৩ মার্চ) সকালে খিলিগাতী গ্রামের একটি ধান ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। তার কাছে থেকে মাছ বিক্রির টাকা ছিনিয়ে নিতে তারই ঘেরে কর্মরত দুই শ্রমিক তাকে হত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে টাকা নিয়ে পালিয়ে যাওয়ার সময় অভিযুক্ত দুই শ্রমিককে আটক করেছে পুলিশ।
শৈলেন্দ্রনাথ মন্ডল চিতলমারী উপজেলার সদর ইউনিয়নের খিলিগাতী গ্রামের মহেন্দ্রনাথ মন্ডলের ছেলে। আটকরা হলো- জেলার মোড়েলগঞ্জ উপজেলার লক্ষীখালি গ্রামের বাসিন্দা অবূর্ব মন্ডল ও সুব্রত হালদার। রোববার সকালে জেলার কচুয়া উপজেলার সাইনবোর্ড থেকে তাদের আটক করা হয়। তারা ৯ মার্চ থেকে শৈলেন্দ্রনাথের মৎস্য ঘেরে শ্রমিক হিসেবে কাজ করছিলেন।
চিতলমারী থানার অফিসার্স ইনচার্জ (ওসি) এইচ, এম কামরুজ্জামান খান বলেন, শৈলেন্দ্রনাথ মন্ডল শনিবার (১২ মার্চ) বিকালে তার মৎস্য ঘেরের মাছ বিক্রি করেন। রাতে ওই দুই শ্রমিককে নিয়ে মৎস্য ঘেরে যান। এ সময়ে সেই টাকা ছিনতাইয়ের জন্য ঘের মালিককে জবাই করে হত্যা করে ও টাকা নিয়ে সেখান থেকে চলে যায় তারা। লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাগেরহাট পুলিশ সুপার কেএম আরিফুল হক জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ২ জনকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে টাকা ছিনতাইয়ের জন্য বৃদ্ধকে গলা কেটে হত্যার কথা স্বীকার করেছে তারা।
অমিত পাল/এমকে