আর্জেন্টিানার প্রয়াত কিংবদন্তী ফুটবলার দিয়োগো ম্যারাডোনার স্মরণে আস্ত একটি বিমান তৈরি করেছে আর্জেন্তিনার একটি সংস্থা। বিমানের চারপাশে রয়েছে ম্যারাডোনার ছবি। ভিতরে তৈরি রয়েছে আস্ত একটি সংগ্রহশালাও। সেখানে রয়েছে ম্যারাডোনার ব্যবহৃত কিছু জিনিসপত্র ও তার অজস্র ছবি। সম্প্রতি এ বিমানের উদ্বোধন করা হয়েছে।
আর্জেন্টিনায় বুয়েনোস আইরেসে প্রয়াত ম্যারাডোনাকে স্মরণ করে এমনই একটি উড়ন্ত সংগ্রহশালার উদ্বোধন করা হয়েছে। নাম দেওয়া হয়েছে ‘ট্যাঙ্গো ডি১০এস’। আর্জেন্টিনার একটি সংস্থা তৈরি করেছে এ সংগ্রহশালা। দেশকে ১৯৮৬ সালে বিশ্বকাপ জিতিয়েছিলেন ম্যারাডোনা। ২০২০-র নভেম্বরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।
বিমানের গায়ে ম্যারাডোনার বিশাল একটি ছবি রয়েছে, যেখানে তিনি বিশ্বকাপে চুমু খাচ্ছেন। তার দু’টি ডানায় ওই বিশ্বকাপেই ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যারাডোনার করা দু’টি গোলের ছবি রয়েছে, যার মধ্যে একটি গোলকে ‘হ্যান্ড অব গড’ বলা হয়। বিমানের লেজেও রয়েছে ম্যারাডোনার মুখ। বিমানের ভিতরে রয়েছে ১২টি আসন।
যে সংস্থা এটি তৈরি করেছে তার প্রধান কর্মকর্তা বলেছেন, “আমি ম্যারাডোনাকে নিয়ে পাগল। এমন একজন মানুষ যে রোজ রাতে ঘুমাতে যাওয়ার আগে ম্যারাডোনার ভিডিও দেখে। ম্যারাডোনা চলে যাওয়ার পর এটাই প্রথম বিশ্বকাপ হতে চলেছে। হয়তো লিওনেল মেসিরও এটাই শেষ বিশ্বকাপ। তাই দিয়েগোর জন্যেই আমি এ বিমান তৈরি করালাম। ১৯৮৬ সালে ম্যারাডোনার বিশ্বকাপজয়ী দলের সতীর্থরা এ বিমান দেখে চমকে গেছেন। এ বিমানটি আর্জেন্টিনার বিভিন্ন শহরে ঘুরবে। এরপর বিশ্বকাপের আগে সেটি কাতার পৌঁছে যাবে। সেখানে গিয়ে আলাদা করে ম্যারাডোনার প্রতি শ্রদ্ধা জানানো হবে।