মস্কোয় জন্মেও অস্ট্রেলিয়ার হয়ে টেনিস খেলেন সেভিয়া। এর আগে মাঝে মধ্যে রাশিয়া যেতেন নাড়ির টানে। কিন্তু এবার তাতে সমস্যা হচ্ছে বলে জানালেন সেভিয়া।
২০১৫ সাল থেকে অস্ট্রেলিয়ার হয়ে টেনিস খেলেন সেভিয়া। ফরাসি ওপেনেও খেলছেন। অন্য দেশের হয়ে খেললেও রাশিয়াতে তার অনেক বন্ধু রয়েছে। তাই মাঝে মধ্যেই সে দেশে যেতে হয় তাকে। এখন তাতে সমস্যা দেখা দিয়েছে।
সেভিয়া বলেন, ‘‘আমার অনেক বন্ধু রাশিয়াতে থাকে। আমি সবাইকে সমান মনেকরি। ওদের প্রতি আমার দৃষ্টিভঙ্গি বদলায়নি। আমি রাশিয়াতে ফিরতে চাই। কিন্তু ইউক্রেনকে সমর্থন করায় সমস্যা হয়েছে।’’
রাশিয়ার টেনিস খেলোয়াড়দের নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে উইম্বলডনে। তার প্রতিবাদে এটিপি ও ডব্লিউটিএ জানিয়েছে, উইম্বলডনে প্রতিদ্বন্দ্বিতা করলেও কোনো খেলোয়াড়কে র্যাঙ্কিং পয়েন্ট দেওয়া হবে না। এতে খেলোয়াড়দের ক্ষতি হবে বলে মনে করেন সেভিয়া।
ইউক্রেন ও ইউক্রেনের টেনিস খেলোয়াড়দের সমর্থন করলেও উইম্বলডনে রাশিয়ার খেলোয়াড়দেরও সুযোগ দেওয়া উচিত বলে মনে করেন সেভিয়া। তিনি বলেন, ‘‘আমার মতে উইম্বলডনে রাশিয়ার খেলোয়াড়দেরও সুযোগ দেওয়া উচিত। কারণ খেলার মধ্যে রাজনীতি নিয়ে আসা উচিত নয়। উইম্বলডনের মতো প্রতিযোগিতায় খেলার সুযোগ না পেলে খেলোয়াড়দের ক্ষতি হবে। সেটা কখনওই হতে দেওয়া উচিত নয়।’’