দেশের ক্লাবই পছন্দ এমবাপ্পের

২৭ মে ২০২২

পিএসজির সঙ্গে নতুন চুক্তিতে সই করেছেন কিলিয়ান এমবাপ্পে। এ বিষয়ে স্পেনের গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ফরাসি স্ট্রাইকার অন্য নানা বিষয়ে খোলাখুলি কথা বলেছেন।

 

কেন তিনি শেষপর্যন্ত পিএসজিতেই থেকে গেলেন, সে বিষয়ে এমবাপ্পে বলেন, ‘‘পিএসজিতে থাকার সিদ্ধান্ত অবশ্যই আমার কাছে বিশেষ একটা ব্যাপার। নতুন চুক্তির সময় এসে যাওয়ায় অনেক গুরুত্বপূর্ণ মানুষের সঙ্গেই কথা বলতে হয়েছে। এমনকি আমাদের দেশের প্রেসিডেন্টের সঙ্গেও। মাঝেমধ্যে নিজেরই সেটা বিশ্বাস হচ্ছিল না।’’

 

তিনি আরো বলেন, ‘‘অনেক ভাবনাচিন্তা করে প্যারিসে থেকে যাওয়ার সিদ্ধান্ত সম্পূর্ণ নিজের। একজন ফরাসি হিসেবে প্রথম পছন্দ ছিল নিজের দেশের ক্লাব। পিএসজির নতুন পরিকল্পনার একজন হয়ে ওঠার চেষ্টা করার ইচ্ছেটাও হয়েছিল।’’

 

নতুন চুক্তিতে কাতার বিশ্বকাপের পরে তার পিএসজি ছাড়ার স্বাধীনতা থাকবে, এমন কোনো শর্ত আছে কিনা জানতে চাওয়া হলে এ ফরাসি তারকা বলেন, ‘‘স্পেনে এ সব হয়, ফ্রান্সে নয়।’’


মন্তব্য
জেলার খবর