হেরেও আত্মবিশ্বাসী রাডুকানু

২৭ মে ২০২২

পেশাদার টেনিস শুরু করার পর মাত্র এক মাস আগে সুরকির কোর্টে প্রথম খেললেন রাডুকানু। তাই ফরাসি ওপেনে নিজেকে নিয়ে কোনো প্রত্যাশা ছিল না তার।

 

ফরাসি ওপেনের দ্বিতীয় রাউন্ডে পরাজয়ের পর এমা রাডুকানু জানিয়ে দিলেন, সুরকির কোর্টে তার কোনো প্রত্যাশাই না ছিল না। ব্রিটেনের এক নম্বর মহিলা খেলোয়াড় আলেকজান্ডার সাসনোভিচের কাছে হারের পর এমনই মন্তব্য করলেন।

 

পেশাদার টেনিসে পা রাখার পর গত মাসেই প্রথম সুরকির কোর্টে খেলেন রাডুকানু। সেই হিসেবে তার অভিজ্ঞতা তেমন নেই বললেই চলে। গত বছর ইউএস চ্যাম্পিয়ন হয়ে তাক লাগিয়ে দেওয়া তরুণী বলেছেন, ‘‘আমাকে এখনও লম্বা পথ যেতে হবে সুরকির কোর্টে। এ ধরনের কোর্টে আমার প্রথম অভিজ্ঞতা ভালোই। কিন্তু এখন যেমন খেলছি, তার থেকে অনেক উন্নত করতে হবে আমার খেলা।’’

 

ফরাসি ওপেনের মহিলাদের সিঙ্গলসে রাডুকানু ছিলেন ১২তম। দ্বিতীয় রাউন্ডে তার পরাজয় অঘটন হিসেবেই ধরা হচ্ছে।

 

তিনি বলেছেন, ‘‘পরাজয় আমার ওপর আগে অনেক বেশি প্রভাব ফেলত। এখন আমি সব কিছুকেই একটা শিক্ষা হিসেবে দেখি। বুঝতে পারি কোথায় আমার ভুল হয়েছে বা কোথায় আমাকে আরও উন্নতি করতে হবে। এ ম্যাচটাকেও সে ভাবেই দেখছি। নিজের খেলা উন্নত করতে হবে। যদিও আমি ভালো টেনিসই খেলছি। প্রস্তুতিও ভালো হয়েছিল।’’


মন্তব্য
জেলার খবর