মন্তব্য
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত কেউ মারা না গেলেও শনাক্ত হয়েছে ২৩ রোগী। পাশাপাশি মোট আক্রান্তের মধ্যে সুস্থ হয়েছেন ২২১ জন। শুক্রবার (২৭ মে) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময়ে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ০ দশমিক ৫৯। নমুনা সংগ্রহ করা হয়েছে ৩ হাজার ৮৯৯টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৩ হাজার ৮৮৯টি।
বিজ্ঞপ্তির তথ্যমতে, এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৯ লাখ ৫৩ হাজার ৩৭৯ জনের। এর মধ্যে মারা গেছেন ২৯ হাজার ১৩০ জন এবং সুস্থতা ফিরে পেয়েছেন ১৯ লাখ ২ হাজার ১৬ জন। এক কোটি ৪১ লাখ ৪ হাজার ৪৯১টি নমুনা পরীক্ষা হয়েছে। গড়ে ১৩ দশমিক ৮৫ শতাংশ নমুনায় করোনার জীবাণু ছিল।
এমকে