ভোলা প্রতিনিধি:
ভোলায় প্রেমিকার সঙ্গে নিজের অন্তরঙ্গ হওয়ার দৃশ্য ও আপত্তিকর ছবি ছড়িয়ে দেওয়ার ঘটনায় শ্যামল আহমেদ (২৩) নামের এক প্রেমিককে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ মে) সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ভোলা জেলা গোয়েন্দারা ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে। তার আগে পুলিশ সুপারের কাছে ঘটনার প্রতিকার চাইলে ভুক্তভোগীর পরিবারকে মামলা করার পরামর্শ দেওয়া হয়। ২৫ মে অভিযুক্তের নামে থানায় পর্ণোগ্রাফি আইনে মামলা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে শ্যামল আহমেদের কাছে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পুলিশ জানায়, শ্যামল আহমেদ সৌদি আরবে ড্রাইভার হিসেবে কাজ করার সময় ২০২১ সালের শেষের দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেজবুকে একটি আইডি খোলেন। আইডির প্রোফাইলে জনৈক মডেলের ছবি ব্যবহার করে এবং নিজেকে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে পরিচয় দেন। এ আইডির মাধ্যমে ভোলার এক তরুণীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমিকার অন্তরঙ্গ ছবি ও ভিডিও সংগ্রহ করে। পরবর্তীতে ২০২২ সালের জানুয়ারিতে শ্যামল আহমেদ দেশে ফিরে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করে এবং গোপনে সে দৃশ্য ভিডিও ধারণ করে। প্রেমিকের প্রতারণার বিষয়টি জানতে পেরে প্রেমিকা বিয়েতে অস্বীকৃতি জানায়। এতে সংক্ষুব্ধ হয়ে সেই অন্তরঙ্গ ছবি ও ভিডিওগুলো ফেসবুকের মাধ্যমে প্রেমিকার আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবের মাঝে ছড়িয়ে দেয়। পরবর্তীতে সেগুলো মুছে ফেলার আশ্বাসে ভুক্তভোগীর কাছে থেকে ধাপে ধাপে অর্থ হাতিয়ে নেয়।
কামরুজ্জামান শাহীন/এমকে