এখন আমরা আন্দোলন শুরু করতে পারবো: মির্জা ফখরুল

২৭ মে ২০২২

দেশের জনগণকে ঐক্যবদ্ধ করতে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, দেশের সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আলোচনা করছি। এখন আমরা সরকার পতনের আন্দোলন শুরু করতে পারবো। শুক্রবার (২৭ মে) রাজধানী ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এসব কথা ব‌লেন। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও ভোটের অধিকার প্রতিষ্ঠার দাবিতে এ সভার আয়োজন করে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)।

মির্জা ফখরুল বলেন,  আমরা বিশ্বাস করি- অধিকাংশ দল দেশপ্রেমী, গণতন্ত্রকামী এবং দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়। দেশের বর্তমান অবস্থা থেকে বেরিয়ে আসতে ও গণতন্ত্র ফিরে পেতে হলে সব রাজনৈতিক দল এবং জনগণকে ঐক্যবদ্ধ ক‌রে একটি যুদ্ধে নামতে হবে। মির্জা ফখরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের আন্দোলন সারা দেশে ছড়িয়ে দেওয়ার আহবান জনান এ সময়।

সভায় সভাপতিত্ব করেন ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ। আরও বক্তব্য দেন- গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর, বিএনপির ভাইস চেয়ারম্যান বাবু নিতাই রায় চৌধুরী, জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিম, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি খন্দকার লুৎফর রহমান প্রমুখ।

এমকে


মন্তব্য
জেলার খবর