কেজিতে ৮০ টাকা বেড়েছে রসুনের দাম

২৭ মে ২০২২

প্রায় তিন সপ্তাহের ব্যবধানে দেশের বাজারে প্রতি কেজিতে ৮০ টাকা বেড়েছে রসুনের দাম। সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের  টিসিবি) হিসাবে, গেল এক মাসে এ কৃষিপণ্যের দাম দেশির ক্ষেত্রে ৬৭ শতাংশ এবং আমদানি ক্ষেত্রে ৫৬ শতাংশ বেড়েছে প্রতি কেজিতে।

খুচরা ব্যবসায়ীরা জানিয়েছেন, গত ১০ মে ৪০ টাকা কেজি দরে দেশি রসুন বিক্রি করেছেন। এখন বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৩০ টাকায়। আর আমদানির রসুনের দাম  ৯০ থেকে বেড়ে হয়েছে ১৮০ টাকা।  এদিকে রসুনের দাম বেড়ে যাওয়ায় অসন্তোষ বিরাজ করছে ভোক্তাদের মাঝে।

এমকে


মন্তব্য
জেলার খবর