ব্যাটিং অর্ডারে পরিবর্তনের আভাস

২৮ মে ২০২২

শ্রীলঙ্কার বিপক্ষে ২য় টেস্টে হেরেছে বাংলাদেশ। ঢাকা টেস্টের দুটি ইনিংসে চরম ব্যাটিং বিপর্যয় দেখেছে দর্শকরা। প্রথম ইনিংসে ২৪ রানে নেই পাঁচ উইকেট। দ্বিতীয় ইনিংসে ২৩ রানে ৪ উইকেট হারায়। টপ অর্ডারের এমন ধস মানতে পারছেন কেউ। শুরুতে এমন ব্যাটিং বিপর্যয়ের কারণে ম্যাচে ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশ। দিন শেষে ১০ উইকেটের বিশাল হার।

 

টাইগারদের এমন ব্যাটিংয়ে হতাশ স্বয়ং কোচ ডমিঙ্গো। এ পরিস্থিতি থেকে বের হতে ব্যাটিং অর্ডারে পরিবর্তন আনা দরকার বলে মনে করেন তিনি। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এসব কথাই বললেন তিনি।

 

ডমিঙ্গো বলেন, ‘আমরা যদি এর (ব্যাটিং ধস) কারণ জানতাম, তাহলে তো এটি হতো না। তবে আমাদের অবশ্যই কিছু করতে হবে। সেটি হতে পারে ব্যাটিং অর্ডারে পরিবর্তন আনা। আপনারা দেখুন, দুই ইনিংসে ২০ রানে ৪ ও ২৪ রানে ৫ উইকেট না থাকলে— এ অবস্থা থেকে আপনি টেস্ট জিততে পারবেন না।’

 

বাংলাদেশ কোচ আরো বলেন, ‘আমাদের অবশ্যই এ বিষয়ে নজর দিতে হবে এবং অনেক কিছুতে পরিবর্তন আনতে হবে। গত ছয় থেকে আট মাসে এটি অনেকবার হয়েছে। কিছু তো বদলাতে হবেই। সেটি ব্যাটিং অর্ডারে পরিবর্তন হোক কিংবা একাদশে দুই-একটি পরিবর্তন। আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে।’


মন্তব্য
জেলার খবর