ইংল্যান্ড কোচের দায়িত্ব পেয়ে আশার কথা শোনালেন ম্যাককালাম

২৮ মে ২০২২

ইউজিল্যান্ড দলের সাবেক ক্রিকেটার ব্রেন্ডন ম্যাককালাম। সম্প্রতি সম্প্রতি ইংল্যান্ড টেস্ট দলের কোচের দায়িত্ব পেয়েছেন। আইপিএলের ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সের কোচের দায়িত্ব থেকে সরে এই মাসের শুরুতে ইংল্যান্ড টেস্ট দলের দায়িত্ব নেন ম্যাককালাম। ২০১৬ সালে টেস্ট থেকে অবসর নেওয়ার পর নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক আন্তর্জাতিক পর্য়ায়ে প্রথম কোচিং শুরু করবেন।

 

শুক্রবার স্কাই স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাতকারে ম্যাককালাম বলেন, ‘আমি মনে করি না এটি কঠিন কাজ। আমি মনে করি সময়মতো দল ঘুরে দাঁড়াবে। আমি যা অর্জন করেছি, তাতে আমি আত্মবিশ্বাসী, ভবিষ্যতে দলকে সাফল্য এনে দিতে পারব। অবশ্য এখানকার কাজের সঙ্গে মানিয়ে নিতে আমার কিছুটা সময় লাগবে। ছেলেদেরও আমার সঙ্গে মানিয়ে নিতে কিছুটা সময় লাগতে পারে। দায়িত্বটা ঝুঁকির হলেও আমি আশাবাদী।’

 

স্টোকস অধিনায়ক হিসাবে খুবই ভালো উল্লেখ করে ম্যাককালামা আরো বলেন, একজন সত্যিকারের ক্যাপ্টেন সে। আমার কাজ হবে তাদের এমন গতিতে বাড়তে দেওয়া, যা তারা আগে পারেনি।’


মন্তব্য
জেলার খবর