ভোলায় জাটকাসহ ৩০ মণ মাছ জব্দ

১৩ মার্চ ২০২২

ভোলা প্রতিনিধি:

ভোলা সদর উপজেলার ইলিশা মৎস্য ঘাট থেকে রোববার (১৩ মার্চ) সকালে জাটকাসহ ৩০ মণ বিভিন্ন প্রজাতির মাছ জব্দ করেছে  ভোলা সদর মৎস্য বিভাগ ও কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা। পরে এ মাছ স্থানীয় মাদ্রাসা, এতিমখানা ও গরীব, অসহায়দের  মাঝে বিতরণ করা হয়েছে।

ভোলা সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জামাল হোসাইন বলেন, ঢাকা ও দেশের বিভিন্ন মোকামে নেয়ার সময় এ মাছ জব্দ করা হয়। জব্দ করার কারণ হিসেবে জানান, ইলিশসহ সব ধরণের মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষে ভোলার ১৯০ কিলোমিটার এলাকায় ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত মাছ শিকারের উপর সরকার নিষেধাজ্ঞা আরোপ করেছে। এ সময় মাছ আহরণ, পরিবহন, বিক্রি ও মজুতও বন্ধ থাকবে।

কামরুজ্জামান শাহীন/এমকে


মন্তব্য
জেলার খবর