তিন মাসেরও বেশি সময় ধরে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। এতে স্থবির হয়ে পড়েছে দেশটির সবকিছু। সকল কাজ বাদ দিয়ে দেশের স্বাধীনতা রক্ষায় লড়াই করছে দেশটির জনগণ। দ্রুত রাশিয়ার আগ্রাসন বন্ধে পশ্চিমাদের সহযোগিতা চেয়েছে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
তিনি বলেন, রাশিয়াকে ঘিরে পশ্চিমাদের খেলা বন্ধ করতে হবে। আরো কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে ‘কাণ্ডজ্ঞানহীন যুদ্ধ’ বন্ধের আহ্বান জানান তিনি। কোন মূল্যে স্বাধীনতা রক্ষা হবে- সেটিই এখন প্রশ্ন। খবর নিউইয়র্ক পোস্টের।
সম্প্রতি পশ্চিমাদের সমালোচনা বাড়িয়েছেন জেলেনস্কি। রুশ তেলের ওপর নিষেধাজ্ঞা আরোপে ধীরে এগোচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। একই সময়ে হাজার হাজার রুশ সেনা ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দুই শহর সিভিয়েরোদোনেৎস্ক এবং লিসিচানস্ক ঘিরে ফেলার চেষ্টা করছে।
তিনি আরও বলেন, এই যুদ্ধ বন্ধ করা যেতো। যদি বিশ্ব ইউক্রেনের বর্তমান পরিস্থিতি উপলব্ধি করতে পারত এবং সেভাবে কাজ করতে পারত। যদি বিশ্বের শক্তিধর দেশগুলো রাশিয়াকে নিয়ে খেলা না করে বরং যুদ্ধ শেষ করার জন্য সত্যিকারের চাপ প্রয়োগ করত তবে এমন পরিস্থির সৃষ্টি হতো না।