করোনা সংক্রমণে নাজেহাল অবস্থা উত্তর কোরিয়ার। সম্প্রতি দেশটিতে প্রায় ৩৩ লক্ষ মানুষ কোভিডে আক্রান্ত। মৃত্যু হয়েছে ৬৯ জনের। এবার তাই করোনা ভাইরাসকে ‘জব্দ’ করতে আরও কঠোর হলেন প্রশাসক কিম জং উন। করোনা ভাইরাস ঠেকাতে সর্বত্র পরীক্ষা চলানোর নির্দেশ দেওয়া হয়েছে।
প্রশাসকের এমন নির্দেশ পেয়েই স্বাস্থ্যকর্তারা ময়দানে নেমে পড়েছেন। বাতাসে, নদী, হ্রদ, জলাশয়গুলিতে করোনা ভাইরাসের জীবাণু পাওয়া যায় কিনা তার জন্য তল্লাশি চালানো হচ্ছে। বাদ পড়েনি নর্দমা ও আবজর্না ফেলার জায়গাগুলিও। স্বাস্থ্যবিজ্ঞানীরা সেখান থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করছেন।
সারা বিশ্বে যখন কোভিড ছড়িয়ে পড়েছিল, তখন উত্তর কোরিয়া দাবি করেছিল যে, তারা কোভিডকে সামীন্ত পেরিয়ে ঢুকতেই দেয়নি। গোটা বিশ্বে যখন সংক্রমণ কমতির দিকে, ঠিক তখনই কিমের দেশে করোনার বিস্ফোরণ ঘটেছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, জরুরি অবস্থা ঘোষণা করতে হয়েছে প্রশাসনকে।