ডোবার পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

২৮ মে ২০২২

বগুড়া প্রতিনিধি:

বগুড়ার শেরপুর উপজেলায় নিজেদের বাড়ির পাশের ডোবার পানিতে ডুবে আব্দুল্লাহ হোসেন নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার(২৮ মে)  সকাল সাড়ে ১০ টার দিকে খানপুর ইউনিয়নের  ভাটরা উত্তরপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। আব্দুল্লাহর বাবার নাম আলমগীর হোসেন।

আব্দুল্লাহর মা খাদিজা খাতুন জানান, আব্দুল্লাহর বাবা (ভ্যানচালক) সকালের খাবার খেয়ে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। ওই সময় ঘরে কাজ করছিলেন তিনি এবং আব্দুল্লাহ বাড়ির আঙিনায় খেলছিল। খেলার এক পর্যায়ে ডোবাতে পড়ে যায় সে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শেরপুর থানার উপপুলিশ পরিদর্শক(এসআই) মো. আবদুস সালাম জানান,  কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।

দীপক কুমার সরকার/এমকে

 


মন্তব্য
জেলার খবর