গণ-আন্দোলনের নামে বিএনপি দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করছে বলে মনে করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের। বলেছেন, তারা গণ আন্দোলনের রঙিন স্বপ্ন দেখছে। তাদের এ স্বপ্ন এখন দুঃস্বপ্নের নামান্তর। এ দুঃস্বপ্ন দেখে কোনও লাভ আছে কি? শনিবার (২৮ মে) রাজধানী ঢাকায় তার বাসভবনে প্রেস ব্রিফিংকালে বিষয়টি জানান।
ওবায়দুল কাদের জানান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেছেন- ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সারাদেশে আন্দোলন ছড়িয়ে পড়েছে এবং সরকার পতন না হওয়া পর্যন্ত বিএনপির নেতাকর্মীরা ঘরে ফিরবে না। তার এ বক্তব্যের মধ্য দিয়ে একটা অশুভ পরিস্থিতি তৈরি করার প্রাণান্তকর অপপ্রয়াস লক্ষ্য করছি।
ওবায়দুল কাদের জানান, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার উন্নয়ন ও অর্জনে বিএনপির আন্দোলনে সংকটের কালো ছায়া পড়েছে। দেশের মানুষ শেখ হাসিনা সরকারের উন্নয়ন ও অর্জনে এত খুশি- গত ১৩ বছরে বারবার ডাক দিলেও আন্দোলন করতে পারেনি তারা। কারণ জনগণও তাতে সাড়া দেয়নি। ১৩ বছর যখন সাড়া দেয়নি, আগামী দিনেও সাড়া দিবে বলে বিশ্বাস হয় না। তাই তাদের গণআন্দোলনের আশা অচিরেই নিরাশায় পরিণত হবে।
এমকে