সুনামগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেছেন, অচিরেই সুনামগঞ্জ-নেত্রকোণা উড়াল সেতুর নির্মাণ কাজ শুরু হবে, উদ্ধোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাওরাঞ্চলের প্রতি প্রধানমন্ত্রী আন্তরিক। তাই এ অঞ্চলের বিভিন্ন রাস্তাঘাট, সেতু, শিক্ষাপ্রতিষ্ঠানসহ গ্রামীণ অবকাঠামো নির্মাণ করে যাচ্ছেন তিনি। শনিবার (২৮ মে) জেলার তাহিরপুর উপজেলার ডামপের বাজার ব্রীজের নির্মাণ কাজ পরিদর্শন ও বড়চড়া ব্রীজের নির্মাণ কাজ উদ্ধোধনকালে এসব কথা বলেন।
ডামপের বাজারের ৪৫০ মিটার দৈর্ঘ্যের ব্রীজের নির্মাণ কাজের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে প্রায় ৪৩ কোটি ৭৬ লাখ টাকা। আর বড়চড়া ব্রীজের নির্মাণ কাজের ক্ষেত্রে এ ব্যয় ২ কোটি ১০ লক্ষ ৭৬ হাজার টাকা।
পরিদর্শন ও উদ্বোধনকালে এমপির সঙ্গে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা এলজিইউডি নির্বাহী প্রকৌশলী মো. মাহবুব আলম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজী রিয়াজ উদ্দিন খন্দকার লিটন, বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার রায়হান কবির, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন খান, সহসভাপতি হাজী আলকাছ উদ্দিন খন্দকার, সাধারণ সম্পাদক অমল কর, জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক খন্দকার মঞ্জুর আহমেদ, তাহিরপুর উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক রায়হান উদ্দিন রিপন, জেলা ছাত্রলীগের সহসভাপতি রাহাদ হায়দার, সাধারণ সম্পাদক সাইদুর আহমেদ, বাগলী কয়লা সমিতির সাধারণ সম্পাদক মনির ডাক্তার, তমা কনট্রাকসান প্রজেক্ট ম্যানাজার শাখাওয়াত হোসেন, ধর্মপাশা উপজেলা শ্রমিকলীগের সহসভাপতি মো. নুরুজ্জামান, বাদশাগঞ্জ ডিগ্রী কলেজ শাখার ছাত্রলীগের সাবেক আহবায়ক আকিক নুর খান পাঠান প্রমুখ।
সাইফ উল্লাহ/এমকে