তিন মাসের বেশি সময় ধরে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া দেশটি ইতোমধ্যে ধংসস্তুপে পরিণত হয়েছে। চরম মানবিক বিপর্যয়ে পড়েছে দেশটি। এমতাবস্তায় দ্রুত যুদ্ধ বন্ধের আহ্বান জানাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ। এ জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সাথে সরাসরি আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎস ও ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোন। খবর বিবিসির।
পুতিনের সঙ্গে ওলাফ শলৎস ওম্যাক্রোন দীর্ঘ ৮০ মিনিট টেলিফোনে কথা বলেন। এসময় ইউক্রেন থেকে অবিলম্বে সেনা প্রত্যাহারের আহ্বান জানান।
জবাবে পুতিন বলেছেন, কিয়েভের সঙ্গে সংলাপ শুরু করতে মস্কো প্রস্তুত। তবে ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে পুতিন সরাসরি আলোচনায় বসবেন কিনা ক্রেমলিন সে বিষয়ে কিছু জানায়নি।
এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন, তিনি এখন পুতিনের সঙ্গে আলোচনায় বসতে চান না। তবে সংঘাত বন্ধ করা প্রয়োজন বলে জানান তিনি।