মন্তব্য
দক্ষিণ নাইজেরিয়ার রিভার রাজ্যের রাজধানী পোর্ট হারকোর্টের একটি গির্জায় খাবার বিতরণকালে পদদলিত হয়ে অন্তত ৩১ জন নিহত হয়েছেন। এছাড়া ৭ জন আহতের খবর পাওয়া গেছে। দেশটির পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। খবর আল-জাজিরার।
শনিবার ভোরে গির্জায় খাবার নিতে আসা শত শত মানুষের চাপে একটি গেট ভেঙে যায়, যার ফলে পদদলিত হয়ে এ প্রাণহানির ঘটনা ঘটে।
দেশটির রিভার রাজ্য পুলিশের মুখপাত্র গ্রেস ইরিঞ্জ কোকো বলেন, কিছু লোক সেখানে আগে থেকেই ছিলেন। কেউ কেউ ধৈর্যহীন হয়ে ছুটতে শুরু করলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
সিএনএনের খবরে বলা হয়েছে, হতাহতের বেশিরভাগই শিশু। এদিকে, দুর্ঘটনায় আহতদের হারকোর্ট সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে। কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন।