পেশিশক্তির ব্যবহার নজরে এলে নির্বাচন বন্ধ: সিইসি

২৯ মে ২০২২

নির্বাচনে পেশিশক্তি ব্যবহার করে নির্বাচনে কোনও লাভ হবে না উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, পেশিশক্তির ব্যবহার নজরে এলে নির্বাচন বন্ধ করে দেবে ইসি। রোববার (২৯ মে) কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনের প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় ওই সিটির নির্বাচন নিয়ে কথা বলতে গিয়ে প্রার্থীদের উদ্দ্যেশ্যে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন সিইসি। কুমিল্লা শিল্পকলা একাডেমিতে এ সভা হয়।

এ নির্বাচন প্রসঙ্গে সিইসি বলেন, ভোট হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমএ)। প্রত্যেক কেন্দ্রে থাকবে সিসি ক্যামেরা। তিনি বলেন, নির্বাচন মানে যুদ্ধ নয়। নির্বাচনে যুদ্ধের কূটকৌশল নেবেন না। এখন মিডিয়ার যুগ, মিডিয়ায় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এমনকি ব্যক্তিগতভাবে কেউ ভিডিও পাঠালে তা প্রমাণ হলে ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে নির্বাচন স্থগিত করা হবে। আর ফল ঘোষণার পর এমন কিছু হলে ফলাফল বাতিল করা হবে, এমনকি নির্বাচনও বাতিল হতে পারে।

সভায় সভাপতিত্ব করেন কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার মো. আলমগীর হোসেন, নির্বাচন কমিশন কার্যালয়ের যুগ্ম সচিব ফরহাদ আহাম্মদ খান, কুসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী, জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দুলাল তালুকদার প্রমুখ।

এমকে


মন্তব্য
জেলার খবর