ভোজ্যতেল সয়াবিনসহ নিত্যপণ্যের ঊর্ধ্বগতি রোধে হার্ডলাইনে যাচ্ছে সরকার। এসব পণ্যের মজুত রোধে টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত হয়েছে। সিদ্ধান্ত হয়েছে মজুতদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার। আর খোলাবাজারে ন্যায্যমূল্যে বিক্রি (ওএমএস) কার্যক্রম আরও জোরদার করারও সিদ্ধান্ত হয়েছে। রোববার (১৩ মার্চ) আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এসব সিদ্ধান্ত হয়।
রাজধানী ঢাকায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ বৈঠক হয়, বৈঠকে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
অনেকদিনই হচ্ছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার অস্থির হয়ে পড়ায় করণীয় নির্ধারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এদিন বৈঠকে বসেন পাঁচ মন্ত্রী। বেলা ৪টার দিকে শুরু হয়ে সন্ধ্যা ৬টায় শেষ হয় এ বৈঠক। অংশ নেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী জানান, দু-একদিনের মধ্যে টাস্কফোর্স গঠন করা হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সুযোগ কাউকে অসাধুতার প্রশ্রয় দেওয়া হবে না। সামান্য পণ্যও মজুত করতে দেওয়া হবে না। এ জন্য সর্বোচ্চ চেষ্টা করা হবে, আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত করা হবে।
বাণিজ্যমন্ত্রী আরও জানান, কোন পণ্যের মূল্য কেমন হওয়া উচিত তা খুব আন্তরিকতার সঙ্গে বিবেচনা করছে সরকার। এরপরও বাজার পরিস্থিতি খারাপ করার চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে অ্যাকশনে যাবে সরকার।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানান, সব ধরণের ক্রেতাদের সুবিধার্থে সব ধরনের নিত্যপণ্যের ওপর থেকে ভ্যাট প্রত্যাহার করার সিদ্ধান্ত হয়েছে বৈঠকে। তাছাড়া ভোজ্যতেল-চিনিসহ আমদানিনির্ভর বিভিন্ন নিত্যপণ্যের ওপর থেকে শুল্ক ছাড় সংক্রান্ত প্রজ্ঞাপন সোমবার (১৪ মার্চ) জারি করা হবে ।
এমকে