প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগ, বগুড়ায় বিএনপি নেত্রীর পুত্তলিকা দাহ

২৯ মে ২০২২

দীপক কুমার সরকার, বগুড়া প্রতিনিধি:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়ে কটূক্তি করার অভিযোগে বগুড়া জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক সুরাইয়া জেরিন রনির পুত্তলিকা দাহ করা হয়েছে। এছাড়া এ ঘটনার বিচার দাবিতে গাবতলী মডেল থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে। শনিবার (২৮মে) বিকালে বগুড়া আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে পুত্তলিকা দাহ করেন জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। এদিন রাতে অভিযোগটি দেন জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতান মাহমুদ খান রনি।  এর আগে ২৭ মে গাবতলীতে বিএনপির সম্মেলনে সুরাইয়া জেরিন রনি অশ্লীল ভাষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আপত্তিকর ও কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করেন বলে অভিযোগ ওঠেছে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরালও হয়েছে।

থানায় অভিযোগকারী সুলতান মাহমুদ খান রনি বলেন, বক্তব্যে তার যে আচরণ প্রকাশ পেয়েছে, তাতে বগুড়া তথা দেশবাসী বিস্মিত হয়েছে। এ কারণে সুরাইয়া জেরিন রনিকে দ্রুত গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।

গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, থানার পরিদর্শক (তদন্ত) জামিরুল ইসলামকে অভিযোগটি তদন্ত করার জন্য  দায়িত্ব দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমকে

 


মন্তব্য
জেলার খবর