মন্তব্য
দেশের আন্তঃব্যাংক মুদ্রাবাজারের জন্য বাংলাদেশি মূদ্রায় ডলারের বিনিময় মূল্য নির্ধারণ করা হয়েছে, ডলার প্রতি ৮৯ টাকা এবং বিসি সেলিং রেট ৮৯ টাকা ১৫ পয়সা। আমদানিকারকদের কাছে এ দর অনুসরণ করবে ব্যাংকগুলো। রোববার (২৯ মে) বাংলাদেশ ব্যাংকের তরফ থেকে বিষয়টি জানানো হয়েছে।
ব্যাংকের মুখপাত্র মো. সিরাজুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, এ দর সমন্বয় করে ডলার বিনিময় করবে এক্সচেঞ্জ হাউসগুলো। বাংলাদেশ ফরেইন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা) এবং অ্যাসোসিয়েশন অব ব্যাংকারস, বাংলাদেশের (এবিবি) প্রস্তাব অনুসারে এ দর নির্ধারণ করা হয়েছে।
এমকে