মন্তব্য
পল্লী উন্নয়নের জন্য ‘আজিজুল হক পল্লী উন্নয়ন পদক ২০২১’পেয়েছেন টানা তিনবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেন্টার অন ইন্ট্রিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক (সিরডাপ) এ পদক প্রদান করে । রোববার (২৯ মে) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ পদক তুলে দেন সিরডাপের মহাপরিচালক ডা. চেরদসাক ভিরাপা। এ সময় অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম ও প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য উপস্থিত ছিলেন।
এমকে