গ্রামের উন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার

৩০ মে ২০২২

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, একেবারে তৃণমূল (গ্রাম) বাদ দিয়ে কখনো দেশের উন্নয়ন হতে পারে না। গ্রামের মানুষের আর্ত-সামাজিক উন্নতি করতে পারলে দেশের উন্নয়ন হয়। তাই সরকার গঠনের পর থেকে বর্তমান সরকার গ্রামের উন্নয়নে কাজ করে যাচ্ছে। রোববার (২৯ মে) ‘আজিজুল হক পল্লী উন্নয়ন পদক-২০২১’প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন। পল্লী উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ পদকে ভূষিত করে সেন্টার অন ইন্ট্রিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক’ (সিরডাপ)। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে প্রধানমন্ত্রীর হাতে পদক তুলে দেন সিরডাপের মহাপরিচালক ডা. চেরদসাক ভিরাপা। পুরস্কারটি দেশের জনগণকে উৎসর্গ করেছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের সব সময় লক্ষ্য থাকে- দেশের উন্নয়নটা তৃণমূল থেকে হবে, গ্রাম থেকে হবে। আর সেই লক্ষ্য সামনে রেখেই আমরা আমাদের পরিকল্পনা নিয়েছি। উদাহরণ টেনে বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়তে গিয়ে ডিজিটাল সেন্টার প্রথমে  সেই চর কুকরি মুকরি থেকে শুরু করা হয়। অর্থাৎ একেবারে রিমোট এলাকা থেকে। তিনি জানান, গ্রামের মানুষকে সাবলম্বী করতে একেবারে নিজস্ব চিন্তা থেকে ‌প্রথমে ‘একটি বাড়ি একটি খামার’- এর নাম পরিবর্তন করে ‘আমার বাড়ি আমার খামার’ কর্মসূচি গ্রহণ করি।

দেশের উন্নয়নে তার সরকারের নেওয়া পদক্ষেপ তুলে ধরতে গিয়ে সরকার প্রধান বলেন, গ্রামের মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিতের জন্য কমিউনিটি ক্লিনিক করে দিয়েছি। যেখানে গ্রামের মানুষ পায়ে হেঁটে স্বাস্থ্য সেবা পেতে পারে। শিক্ষার জন্য প্রতি দুই কিলোমিটারের মধ্যে একটি করে প্রাথমিক বিদ্যালয় করেছি, যাতে ছেলেমেয়েরা হেঁটে স্কুলে যেতে পারে। সরকারের নানামুখী উদ্যোগের ফলে এখন প্রায় শতভাগ শিশু স্কুলে যাচ্ছে। প্রাইমারি শিক্ষার মতো নারী শিক্ষাও অবৈতনিক। তৃণমূলে বাচ্চাদের স্কুল পাঠানো  মায়েদের নামে বৃত্তি দেওয়া হচ্ছে।

প্রধানমন্ত্রী আরো বলেন, সরকার প্রায় শতভাগ মানুষকে সুপেয় পানি এবং স্বাস্থ্যসম্মত স্যানিটেশনের আওতায় আনতে সক্ষম হয়েছে। গৃহহীন-ভূমিহীন মানুষকে বিনা পয়সায় ঘর করে দেওয়া হচ্ছে, যাতে একটা ঘর পেলে মানুষের কর্মসংস্থান হয়। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা- এগুলো দেওয়া হচ্ছে, এর সুফল পাচ্ছে মানুষ।

প্রদক প্রাপ্তি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, সিরডাপ সব সময় তাদের সংশ্লিষ্ট দেশগুলোতে পল্লী উন্নয়নের ওপর কাজ করে। তাদের একটা পুরস্কার পাওয়া- আমার ও দেশের জন্য অত্যন্ত সম্মানজনক। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম ও প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য উপস্থিত ছিলেন।

এমকে


মন্তব্য
জেলার খবর