মন্তব্য
গত ২৪ ঘণ্টায় ইউক্রেনের আরো ৩০০ সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছে রাশিয়া। রোববার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এ দাবি করে। খবর বিবিসির।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জন্মস্থান কিরিভি রিহ শহরে ক্ষেপনাস্ত্র হামলা করা হয়েছে বলে দাবি করে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। এতে ইউক্রেন সেনাবাহিনীর ব্যাপক পরিমাণ গোলাবারুদ ধ্বংস হয়েছে বলেও জানান তারা।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাশেঙ্কোভ বলেন, গত ২৪ ঘণ্টায় ইউক্রেনের ৩০০ এর অধিক জাতীয়তাবাদী (ইউক্রেনীয় সেনা) নিহত হয়েছেন। রুশ সেনারা ইউক্রেনের একটি এসইউ-২৫ যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে।
তবে রাশিয়ার দাবির বিষয়ে ইউক্রেন তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। স্বতন্ত্রভাবে রাশিয়ার এ দাবির সত্যতা যাচাই করতে পারেনি বিবিসি।