মন্তব্য
জাতীয় দলে সুযোগ না পেলেও দুর্দান্ত ক্রিকেট খেলে যাচ্ছেন লিটল মাস্টার মোহাম্মদ আশরাফুল। দেশ ও দেশের বাইরে বিভিন্ন ক্লাবের হয়ে প্রতিনিয়ত নিজের জাত চেনাচ্ছেন তিনি। রোববার চার-ছক্কার ফুলঝুরি ছুটিয়ে ঝড়ো ব্যাটিংয়ে কাউন্টি ক্রিকেটে সেঞ্চুরি তুলে নেন।
ইংল্যান্ডের মাইনর কাউন্টিতে এদিন ৮৫ বলে ১০৭ রানের দারুণ একটি ইনিংস খেলেন আশরাফুল। ইংল্যান্ডের ডার্বিশায়ার কাউন্টিতে এ শতক হাঁকিয়েছেন আশরাফুল। কাউন্টি মাইনর ক্রিকেটে এটি তার প্রথম সেঞ্চুরি।
এর আগে ২০০৬ সালে প্রথম মাইনর ক্রিকেট খেলতে ইংল্যান্ড যান মোহাম্মদ আশরাফুল। এরপর ২০১২ ও ২০১৯ সালেও খেলেছেন মাইন কাউন্টিতে।
আর এবার আশরাফুল ছাড়াও এ ক্রিকেট লীগে খেলছেন ইমরুল কায়েস, জহুরুলর হক অমি, ফরহাদ রেজা, আরাফাত সানি ও এনামুল জুনিয়র। ৭ মে ইংল্যান্ডে যান তারা।