মৃত্যু ১, শনাক্ত ৩৪

৩০ মে ২০২২

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে। ৩৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। আর মোট আক্রান্তের মধ্যে সুস্থ হয়েছেন ১৬৯ জন।  সোমবার (৩০ মে) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,  এ সময়ে  ৫ হাজার ৩৬২টি নমুনা সংগ্রহ করা হয়, পরীক্ষা করা হয়েছে ৫ হাজার ৩৭০টি নমুনা। শূন্য দশমিক ৬৩ শতাংশ নমুনায় করোনার জীবাণু ছিল।

এখন পর্যন্ত  করোনা রোগী শনাক্ত হয়েছে ১৯ লাখ ৫৩ হাজার ৪৮১ জন। এর মধ্যে করোনামুক্ত হয়েছেন ১৯ লাখ ২ হাজার ৫৯১ জন। মৃত্যু হয়েছে ২৯ হাজার ১৩১ জনের। নমুনা পরীক্ষা করা হয়েছে ১ কোটি ৪১ লাখ ১৮ হাজার ২৭২টি। শনাক্তের হার গড়ে ১৩ দশমিক ৮৪ ।

এমকে


মন্তব্য
জেলার খবর