১লা জুন আ.লীগের উপদেষ্টা পরিষদের সভা

৩০ মে ২০২২

আগামী  ১লা জুন (বুধবার) ক্ষমতাসীন দল আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সভা  ডাকা হয়েছে।  রাজধানী ঢাকায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সভা শুরু হবে  বিকাল ৪টায়, সভাপতিত্ব করবেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৩০ মে) দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উপদেষ্টা পরিষদের সদস্যদের যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সভায় উপস্থিত থাকার কথা জানানো হয়েছে। প্রসঙ্গত, আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী, তাদের উপদেষ্টা পরিষদে ৫১ জন সদস্য থাকার কথা উল্লেখ রয়েছে। সর্বশেষ পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলমকে এ পরিষদের সদস্য করা হয়েছে। দলটির ২১তম সম্মেলন পরবর্তী বিভিন্ন সময়ে এ পরিষদে ৫৯ জন সদস্য করা হলেও তাদের মধ্যে ৮ জন মারা গেছেন।

এমকে


মন্তব্য
জেলার খবর