ঢাকা উত্তর সিটি করপোরেশন শূন্য পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন যে কেউ। অনলাইনে পদগুলোর জন্য আবেদন করা যাবে। আগ্রহী প্রার্থীরা ১৫ মার্চ থেকে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ১৪ এপ্রিল, ২০২২।
যে পদগুলোর জন্য আবেদন করা যাবে:
সহকারী প্রকৌশলী (পুর) পদে ৭ জন, সহকারী স্বাস্থ্য কর্মকর্তা পদে ৪ জন, সহকারী প্রকৌশলী পদে ৬ জন, সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) পদে ১ জন, উপকর কর্মকর্তা পদে ৯ জন, উপসহকারী প্রকৌশলী (পুর) পদে ১৪ জন, উপসহকারী প্রকৌশলী পদে ৪ জন, রেভিনিউ সুপারভাইজার পদে ৫০ জন, লাইসেন্স ও বিজ্ঞাপন সুপারভাইজার পদে ১৩ জন, পরিচ্ছন্ন পরিদর্শক পদে ১৪ জন, ওয়ার্ড সচিব পদে ১৭ জন, ভিডিও ক্যামেরাম্যান পদে ১ জন, ফটোগ্রাফার
পদে ১ জন, মশক নিয়ন্ত্রণ পরিদর্শক পদে ৪ জন, ভিডিও অ্যাসিস্ট্যান্ট পদে ১ জন, রেন্ট অ্যাসিস্ট্যান্ট পদে ৭ জন, ইলেকট্রিশিয়ান পদে ৬ জন, বাতি পরিদর্শক পদে ৫ জন, লাইনম্যান পদে ৪ জন, মিটার রিডার পদে ৫ জন ও কার্যসহকারী পদে ১৭ জন।
আবেদন ফি
প্রার্থীকে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। ফরম পূরণের ৭২ ঘণ্টার মধ্যে ১ থেকে ৫ নম্বর পদের জন্য ১ হাজার ১২০ টাকা, ৬ ও ৭ নং পদের জন্য ৭৮৪ টাকা এবং ৮ থেকে ২১ নং পদের জন্য ৫৬০ টাকা টেলিটক প্রিপেইড মুঠোফোন সংযোগের মাধ্যমে জমা দিতে হবে।