পানির সরবরাহ লাইন অবৈধভাবে ফুটা করায় ওয়াসা বিশুদ্ধ পানি সরবরাহ করতে পারছে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মো. তাজুল ইসলাম। বলেছেন, পাড়া-মহল্লায় কোথায় পানির পাইপলাইন ফুটা করছে, কারা ফুটা করছে— তাদের আগামীতে সার্চ কমিটি গঠন করে খুঁজে বের করতে হবে, শাস্তির আওতায় আনতে হবে। সোমবার (৩০ মে) বিকালে ঢাকা ওয়াসার হলরুমে ওয়াসা ও আইসিডিডিআর,বি আয়োজিত এক যৌথ অনুষ্ঠানে এসব কথা বলেন।
মন্ত্রী তাজুল ইসলাম বলেন, উৎপাদনস্থল পরিশোধন চ্যানেলে ওয়াসার উৎপাদিত পানি বিশুদ্ধ। সরবরাহের জন্য পাইপে দেওয়ার পর সেই পানি আর বিশুদ্ধ থাকে না। কারণ অবৈধভাবে পানি নিতে কিছু লোক পাইপলাইনে ফুটা করছে, আলাদা লাইনে পানি নেওয়ায় পাইপে জীবাণু ও ময়লা ঢুকে পানি নষ্ট হয়, পানি পানের অনুপযোগী হয়ে পড়ছে। তবে পুরনো পাইপলাইনের জন্যও অনেক ক্ষেত্রে পানি সরাসরি পানযোগ্য হচ্ছে না বলে মন্তব্য করেন তিনি।
মন্ত্রী বলেন, যারা ফুটার কাজটি করছে, তারা গর্হিত অপরাধ করছেন। এতে তারাসহ সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এটি বন্ধ করতে হবে। সেই সঙ্গে নতুন পাইপলাইনের কাজও দ্রুত শেষ করতে হবে। যাদের বাড়িতে পয়ঃনিস্কাশনের জন্য সেপটিক ট্যাংক নেই, তাদের বিরুদ্ধেও পর্যায়ক্রমে ব্যবস্থা নিতে হবে জানান মন্ত্রী। অনুষ্ঠানে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান ও আইসিডিডিআর,বি’র প্রতিনিধিসহ অন্যরা উপস্থিত ছিলেন।
এমকে