অ্যাকশনে যেতে বললেন প্রধানমন্ত্রী

৩১ মে ২০২২

দেশের বাজারে ওঠেছে চলতি মৌসুমের বোরো ধান। তারপরও কমছে না চালের দাম। এতে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। এদিকে ধান ও চালের ভরা মৌসুমেও চালের দাম বেশি থাকায় সোমবার (৩০ মে) মন্ত্রিসভার বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। সেখানে দাম সহনীয় রাখতে মার্কেট সার্ভে করে  দ্রুত পদক্ষেপ নিতে বলা হয়েছে সংশ্লিষ্টদের। সেই সঙ্গে চালের অবৈধ মজুতদারদের বিরুদ্ধে দ্রুত আইনগত অ্যাকশনে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ নির্দেশনা দেন। দ্রুত অ্যাকশনে যাওয়ার বিষয়টি বৈঠক শেষে সাংবাদিকদের জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ড. খন্দকার আনোয়ারুল ইসলাম।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক হয়, সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব।

মন্ত্রিপরিষদ সচিব জানান, অন্যান্য ব্যবসার অনুমোদন নিয়ে কেউ চাল কিনে অবৈধভাবে মজুত করছে কিনা, সেটা খতিয়ে দেখতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। কিছু দিন আগে যেভাবে ভোজ্যতেলের সংকট তৈরি করা হয়, একইভাবে চালেরও মজুত হতে পারে। আর তাই তেলের মতো চাল ইস্যুতেও অভিযান চালানোর সিদ্ধান্ত হয়েছে। অবৈধ মজুতদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বাণিজ্যমন্ত্রী, খাদ্যমন্ত্রী ও কৃষিমন্ত্রী এবং তাদের সচিবরা বৈঠক করে এ বিষয়ে করণীয় ঠিক করবেন।  তাদের দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

এমকে

 


মন্তব্য
জেলার খবর