ফরহাদ খান, নড়াইল:
নড়াইলের লোহাগড়া উপজেলার তেলকাড়া গ্রামের কাঁচামাল দোকানি নিজাম শেখকে (৫৫) কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (৩০ মে) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। গ্রামটিতে আধিপত্য বিস্তারসহ আগে সংঘটিত হত্যাকান্ডের জেরে প্রতিপক্ষরা তাকে হত্যা করেছে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। নিজাম শেখের বাবার নাম পেতা শেখ। বড়দিয়া বাজারে ব্যবসা করতেন তিনি।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার আগে তিনি তেলকাড়ার মুজিবরের দোকান থেকে চা পান করে বাড়ি ফিরছিলেন। পথে পথে তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়। তার পাসহ শরীরের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি কোপের চিহ্ন রয়েছে। অনেক দিনে ধরে গ্রামে আধিপত্য বিস্তারসহ আগে সংঘটিত হত্যাকান্ডের জের ধরে তার গ্রামের দুইপক্ষের মধ্যে দ্বন্দ্ব-সংঘাত চলে আসছে।
লোহাগড়া থানার ওসি শেখ আবু হেনা মিলন বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশি অভিযান চলছে।
এমকে