দেশের বাজারে চালের দর সহনীয় মাত্রায় রাখতে প্রয়োজনে শুল্ক কমিয়ে চাল আমদানি করা হবে। আর চালের অবৈধ মজুতদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যা করণীয় তার সবই করা হবে। সোমবার (৩০ মে) বোরো মৌসুমে অভ্যন্তরীণ সংগ্রহ ও বাজার মনিটরিং সংক্রান্ত অনলাইন মতবিনিময় সভায় এমনটাই জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
কৃত্রিম সংকট তৈরি করা না হলে দেশে খাদ্য সংকট হবে না উল্লেখ করে সংশ্লিষ্টদের উদ্দেশ্যে খাদ্যমন্ত্রী বলেন, বিভিন্ন করপোরেট হাউজ বাজার থেকে ধান-চাল কিনছে, তারা কৃত্রিম কোনও সংকট তৈরি করছে কিনা- সেটা খতিয়ে দেখতে হবে। মন্ত্রী ধান-চালের বাজারে নজরদারি বাড়াতে প্রশাসনকে নির্দেশনা দেওয়ার পাশাপাশি অতিরিক্ত মুনাফা না করে ভোক্তাদের প্রতি মানবিক হতে ব্যবসায়ীদের প্রতি আহবান জানান এ সময় ।
সভায় সভাপতিত্ব করেন খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) মজিবর রহমান। এ সময়ে সংযুক্ত ছিলেন খাদ্য অধিদফতরের মহাপরিচালক সাখাওয়াত হোসেন, খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার ইসমাইল হোসেন, খুলনা ও বরিশাল বিভাগের জেলা প্রশাসক, কৃষি বিভাগের উপ-পরিচালক খাদ্য বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তা ও মিল মালিকরা।
এমকে