বোরো ধান ও চালের ভরা মৌসুমেও দেশের বাজারে চালের দরের যে ঊর্ধ্বমূখি প্রবণতা রয়েছে, তার লাগাম টেনে ধরতে চায় খাদ্য মন্ত্রণালয়। তাই ধান ও চালের অবৈধ মজুত ঠেকাতে ৮টি টিমকে মাঠে নামিয়েছে তারা। অবৈধ মজুতদারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে কাজ করবে এসব টিম। আর চালের অবৈধ মজুতের তথ্য জানাতে কন্ট্রোল রুমও খুলেছে মন্ত্রণালয়। যে কেউ চাইলে কন্ট্রোল রুমের নির্ধারিত ফোন নম্বরে ফোনে দিয়ে তথ্য জানাতে পারবেন। চালের দরের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়ার পরের দিন মঙ্গলবার (৩১ মে) বৈঠক করে এসব পদক্ষেপ নিলো খাদ্য মন্ত্রণালয়। মঙ্গলবার (৩১ মে) থেকেই এসব টিম কাজ করছে বলে জানা গেছে।
সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ে এ বৈঠকে সভাপতিত্ব করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। বৈঠকে অবৈধ মজুতদারি প্রতিরোধে জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী অফিসারদের (ইউএনও) পাশাপাশি এনএসআই, র্যাব ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত হয়। মন্ত্রণালয়ের সুত্রে এসব তথ্য জানা গেছে। কন্ট্রোল রুমের ফোন নম্বর হচ্ছে- +৮৮০২২২৩৩৮০২১১৩, ০১৭৯০-৪৯৯৯৪২ এবং ০১৭১৩-০০৩৫০৬।
জানা গেছে, টিমের সদস্যরা অবৈধ মজুতদারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি কেউ অবৈধ মজুত করে কৃত্রিম সংকট তৈরি করছে কিনা, সেটাও খতিয়ে দেখবে। প্রতিটি টিমে কতজন সদস্য আছেন তা জানা যায়নি। তবে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. কামাল হোসেন মঙ্গলবার গণমাধ্যমকে জানিয়েছেন, ইতোমধ্যে তাদের ৩ সদস্যের একটি টিম রাজধানী ঢাকার বাবু বাজারের পথে রয়েছে। টিমে খাদ্য মন্ত্রণালেয়র একজন উপসচিব রয়েছেন।
প্রসঙ্গত, ধান ও চালের ভরা মৌসুমেও চালের দাম বেশি থাকায় সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। এদিকে সোমবার (৩০ মে) মন্ত্রিসভার বৈঠকে চালের দাম বেশি থাকার বিষয়টি নিয়ে আলোচনা হয়। সেখানে দাম সহনীয় রাখতে মার্কেট সার্ভে করে দ্রুত পদক্ষেপ নেওয়ার পাশাপাশি চালের অবৈধ মজুতদারদের বিরুদ্ধে দ্রুত আইনগত অ্যাকশনে যাওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অ্যাকশনে যাওয়ার বিষয়টি বৈঠক শেষে সাংবাদিকদের জানিয়েছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ড. খন্দকার আনোয়ারুল ইসলাম।
এমকে