মন্তব্য
ইরাকের একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে সোমবার পাঁচটি রকেট হামলা চালানো হয়েছে। তবে এতে কোনো প্রাণহানি ঘটেনি বা কোনো ক্ষতি হয়নি বলে জানা গেছে। দেশটির সামরিক বাহিনীর এক কর্মকর্তা এখবর জানিয়েছেন। খবর এএফপি’র।
তিনি জানান, ‘ইরাকি নিরাপত্তা বাহিনী এসব হামলার জবাব দিয়েছে। এ ঘটনায় হতাহত বা ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।’
আইন আল-আসাদ ঘাঁটি লক্ষ্য করে বারবার রকেট ও ড্রোন হামলার ঘটতে দেখা যাচ্ছে। এরআগে, গত ৩০ এপ্রিল সর্বশেষ এ ধরনের হামলা চালানো হয়। ওই সময় ঘাঁটি লক্ষ্য করে দুইটি রকেট হামলা চালানো হলেও এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। রকেটগুলো ঘাঁটির কাছে আঘাত হানে।